Header Ads

বাংলাদেশের ৮ বিভাগের পরিচিতি

                          বাংলাদেশের ৮ বিভাগের পরিচিতি

বাংলাদেশ(Bangladesh) দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের(Bangladesh) সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।  বাংলাদেশ(Bangladesh) একটি নদীমাতৃক দেশ। বাংলদেশ ভূখন্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭ টি আন্তর্জাতিক নদী।

বাংলাদেশের পশ্চিমে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মায়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত।

বাংলাদেশ(Bangladesh) একটি নদীমাতৃক দেশ। তাই বাংলাদেশের প্রাচীনতম যাতায়াত নৌপথ বা জলপথকে যাতায়াত পথ হিসেবে গন্য করা হয়। নৌপথের নদীপথ এবং সমুদ্রপথ উভয়ই সমান গুরুত্বপূর্ণ। নদীমাতৃক দেশ হিসেবে অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থায় নদীপথ গুরুত্বপূর্ণ। বাংলদেশের সৌন্দর্য অপরিসীম। বাংলাদেশে নদী -নালা, পাহাড়, পর্বত ইত্যাদি রয়েছে।

বাংলাদেশ(Bangladesh)  দেশটিকে ৮ টি বিভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি বিভাগকে ঐ অঞ্চলের প্রধান শহরের নাম অনুসারে নামকরন করা হয়েছে। এই ৮টি বিভাগ হল- 


১. ঢাকা  বিভাগ (Dhaka Division)

২. চট্টগ্রাম বিভাগ (Chittagong Division)

৩. সিলট বিভাগ (Sylhet Division) 

৪. বরিশাল বিভাগ (Barishal Division)

৫. রাজশাহী বিভাগ (Rajshahi Division)

৬. খুলনা বিভাগ (Khulna Division)

৭. ময়মনসিংহ বিভাগ (Mymensingh Division)

৮. রংপুর বিভাগ (Rongpur Division)  


ঢাকা বিভাগ(Dhaka Division)ঢাকা বিভাগ হচ্ছে দক্ষিন এশিয়ার দেশ বাংলাদেশের ৮টি বিভাগের অন্যতম বিভাগ। ঢাকা বিভাগের আয়তন হল ৩১০২৬.৫১ বর্গ কিলোমিটার। ১৮২৯ সালে ঢাকা বিভাগ গঠিত হয়। ঢাকা বিভাগ ১৩টি জেলা, ১২৩টি উপজেলা নিয়ে গঠিত। এই বিভাগে ৪টি সিটি কর্পোরেশেন, , ৬৩টি পৌরসভা, , ১,২৩৯টি ইউনিয়ন পরিষদ, ১২,৭৬৫টি মৌজা, ৫৪৯টি ওয়ার্ড, ১,৬২৩টি মহল এবং ২৫,২৪৪টি গ্রাম নিয়ে গঠন করা হয়েছে।

ঢাকা বিভাগের ১৩টি জেলা হচ্ছে  ঢাকা জেলা(Dhaka District),  নরসিংদী জেলা(Narsingdi District),  ফরিদপুর জেলা(Faridpur District),  গোপালগঞ্জ জেলা(Gopalganj District),  মাদারীপুর জেলা(Madaripur District),  শরীয়তপুর জেলা(Shariatpur District),  রাজবাড়ী জেলা(Rajbari District),  গাজীপুর জেলা(Gazipur District),  মানিকগঞ্জ জেলা(Manikganj District), মুন্সীগঞ্জ জেলা(Munshiganj District),  নারায়নগঞ্জ জেলা(Narayanganj District),  টাঙ্গাইল জেলা(Tangail District)  এবং কিশোরগঞ্জ জেলা(Kishoreganj District)। 

ঢাকা বিভাগের মোট ১২৩টি উপজেলা রয়েছে। কোন জেলায় কোন উপজেলা এবং কয়টি উপজেলা আছে তা নিচে দেয়া হল-  



১. ঢাকা জেলা(Dhaka District)- ঢাকা জেলা পাচটি উপজেলা নিয়ে গঠিত। ৫টি উপজেলা হচ্ছে- সাভার, ধামরাই, কেরাণীগঞ্জ, নবাবগঞ্জ, দোহার অবস্থিত।

২. নরসিংদী জেলা(Narsingdi District)- বেলাবো, মনোহরদী, নরসিংদী, পলাশ, রায়পুরা, শিবপুর এই ৬ টি উপজেলা নিয়ে  নরসিংদি গেলা গঠিত

৩. ফরিদপুর জেলা(Faridpur District)- ফরিদপুর জেলায় ৯টি উপজেলা রয়েছে। সেগুলো হল  ফরিদপুর সদর, আলফাডাঙ্গা, বোয়ালমারী, সদরপুর, নগরকান্দা, ভাঙ্গা, চরভদ্রাসন, মধুখালী, সালথা।  

৪. গোপালগঞ্জের জেলা(Gopalganj District)- মোট উপজেলা ৫ টি যথা- গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, টুংগীপাড়া, কোটালীপাড়া ও মুকসুদপুর।

৫. মাদারিপুর জেলা(Madaripur District)- মাদারীপুর জেলায় ৫ টি উপজেলা মাদারীপুর সদর, শিবচর, কালকিনি এবং রাজৈর।

৬. শরিয়তপুর জেলা(Shariatpur District)-  শরিয়তপুরের ৬ টি উপজেলা  শরিয়তপুর সদর, নড়িয়া, জাজিরা, গোসাইরহাট, ভেদরগঞ্জ, ডামুড্যা। 

৭. রাজবাড়ী জেলা(Rajbari District)- রাজবাড়ীর উপজেলার সংখ্যা ৫ টি রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী।

৮. গাজীপুর জেলা(Gazipur District)- গাজীপুরের ৫ টি উপজেলা যথা- কালীগঞ্জ, কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর সদর এবং শ্রীপুর।

৯. মানিকগঞ্জ জেলা(Manikganj District)- মানিকগঞ্জ জেলায় উপজেলার সংখ্যা ৭ টি যথা- হরিরামপুর, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর, ঘিওর, শিবালয়, দৌলতপুর ও সিংগাইর।

১০. মুন্সীগঞ্জ জেলা(Munshiganj District)- মুন্সীগঞ্জ জেলার উপজেলার সংখ্যা ৬ টি মুন্সিগঞ্জ সদর, শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং, গজারিয়া ও টংগীবাড়ি।

১১. নারায়নগঞ্জ জেলা(Narayanganj District)- নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলা, নারায়নগঞ্জ সদর, রূপগঞ্জ উপজেলা, সোনারগাঁ উপজেলা এই চারটি উপজেলা।

১২. টাঙ্গাইল জেলা(Tangail District)  - টাঙ্গাইলের বাসাইল, ভুয়াপুর, দেলদুয়ার, ঘাটাইল, গোপালপুর, মধুপুর, মির্জাপুর, নাগরপুর, সখিপুর, টাঙ্গাইল সদর, কালিহাতী এবং ধনবাড়ী মোট ১২ টি উপজেলা রয়েছে।

১৩. কিশোরগঞ্জ(Kishoreganj District)- কিশোরগঞ্জ জেলায় মোট ১৩ টি উপজেলা। ইটনা, কটিয়াদী, ভৈরব, তাড়াইল, হোসেনপুর, পাকুন্দিয়া, কুলিয়ারচর, কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, বাজিতপুর, অষ্টগ্রাম, মিঠামইন ও নিকলী।


চট্টগ্রাম বিভাগ(Chittagong Division): পাহাড় সমুদ্র নদী বেষ্ঠিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র উপকূলের অসাধারন সৌন্দর্যের আধার চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগের আয়তন: ৩৩৭৭১.১৮ বর্গ কিমি। ১৯৮৪ সালে  চট্টগ্রাম বিভাগ ১১টি জেলা নিয়ে গঠিত হয়। ১৯৯৫ সালের আগস্ট মাসে সিলেট বিভাগ হিসেবে প্রতিষ্ঠা হলে বৃহত্তর সিলেট জেলা চট্টগ্রাম থেকে আলাদা হয়ে যায়।  চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা এবং ১০৩ টি উপজেলা রয়েছে। 

চট্টগ্রামের জেলাগুলো হল 

- চট্টগ্রাম জেলা (Chittagong District), 

কুমিল্লা জেলা(Comilla District), কক্সবাজার জেলা(Cox's Bazar District), নোয়াখালী জেলা(Noakhali District), ব্রাহ্মণবাড়িয়া জেলা(Brahmanbaria District), চাঁদপুর জেলা(Chandpur District), লক্ষ্মীপুর জেলা(Lakshmipur District), ফেনী জেলা(Feni District), খাগড়াছড়ি জেলা(Khagrachhari District), রাঙ্গামাটি জেলা(Rangamati District), বান্দরবান জেলা(Bandarban District) 


চট্টগ্রাম বিভাগের উপজেলার সংখ্যা ১০৩টি। চট্টগ্রাম বিভাগের কোন জেলায় কোন কোন উপজেলা অবস্থিত তা উল্লেখ করা হল। উপজেলার সংখ্যাঃ ১০৩টি- 

Beauty of Bangladsh


১. চট্টগ্রাম জেলা(Chittagong District)- চট্টগ্রামের মোট উপজেলা হচ্ছে ১৫টি। সেগুলো হচ্ছে- মীরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, সন্দ্বীপ, বোয়ালখালি, আনোয়ারা, বাঁশখালী, কর্ণফুলী।

২. কক্সবাজার জেলা(Cox's Bazar District) - মোট ৮টি উপজেলা নিয়ে কক্সবাজার জেলা গঠিত। সদর, রামু, চকরিয়া, কুতুবদিয়া, পেকুয়া, উখিয়া, টেকনাফ, মহেশখালী।

৩. কুমিল্লা জেলা(Comilla District) - মোট ১৭টি উপজেলা নিয়ে কুমিল্লা জেলা গঠিত।সেগুলো হল  আদর্শ সদর, সদর দক্ষিণ, বুড়িচং, দেবিদ্বার, চৌদ্দগ্রাম, চান্দিনা, মুরাদনগর, বরুড়া, দাউদকান্দি, মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট, ব্রাহ্মণপাড়া, হোমনা, মেঘনা, তিতাস, লালমাই।

৪. ব্রাহ্মণবাড়িয়া জেলা(Brahmanbaria District)- ব্রাহ্মণবাড়িয়া জেলায় রয়েছে মোট ৯টি উপজেলা সেগুলো হল- সদর, সরাইল, আখাউড়া, কসবা, নাসিরনগর, বিজয়নগর, আশুগঞ্জ, নবীনগর, বাঞ্ছারামপুর।

৫. ফেনী জেলা(Feni District)-ফেনী জেলায় মোট ৬টি উপকেলা রয়েছে- সদর, ছাগলনাইয়া, দাগনভূইঞা, পরশুরাম, সোনাগাজী, ফুলগাজী। 

৬. চাঁদপুর জেলা(Chandpur District)- মোট ৮টি উপজেলা নিয়ে চাঁদপুর জেলা গঠিত। এই উপজেলাগুলো হচ্ছে- সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, হাইমচর, শাহরাস্তি, কচুয়া, হাজীগঞ্জ।

৭. লক্ষ্মীপুর জেলা(Lakshmipur District) – লক্ষীপুর জেলায় রয়েছে মোট ৫টি উপজেলা। সেগুলো হল- সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর।

৮. নোয়াখালী জেলা(Noakhali District)- এই জেলায় রয়েছে মোট ৯টি উপজেলা আর সেগুলো হচ্ছে- সদর, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ, চাটখিল, হাতিয়া, সুবর্ণচর, সেনবাগ, কবিরহাট, সোনাইমুড়ি।

৯. খাগড়াছড়ি জেলা(Khagrachhari District)- মোট ৯টি উপজেলা নিয়ে খাগড়াছড়ি জেলা গঠিত। সেই উপজেলাগুলো হচ্ছে- সদর, দীঘিনালা, রামগড়, মানিকছড়ি, মহালছড়ি, পানছড়ি, মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়ি, গুইমারা।

১০. রাঙ্গামাটি জেলা(Rangamati District)- রাঙ্গামাটি জেলায় রয়েছে মোট ১০টি উপজেলা। সেগুলো হল- সদর, কাউখালি, নানিয়ারচর, লংগদু, রাজস্থলি, বিলাইছড়ি, বরকল, বাঘাইছড়ি, কাপ্তাই, জুরাছড়ি।

১১. বান্দরবান জেলা(Bandarban District)- বান্দরবান জেলায় রয়েছে মোট ৭টি উপজেলা। সেগুলো হচ্ছে- সদর, রুমা, থানচি, নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়ি, লামা, আলীকদম।



সিলেট বিভাগ(Sylhet Division): প্রথম দিকে সিলেট জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ছিল। পরে ১৯৯৫ সালে ১ আগষ্ট চারটি জেলা নিয়ে বাংলাদেশের ষষ্ঠ বিভাগ হিসেবে সিলেট বিভাগ গঠিত হয়। এই বিভাগের মোট আয়তন ১২,৫৯৫.৯৫ বর্গ কিলোমিটার। সিলেট বিভাগে ৪ টি জেলা এবং ৪০ টি উপজেলা রয়েছে। 

সিলেট বিভাগের জেলাগুলো হল- (সিলেট জেলা(Sylhet District), সুনামগঞ্জ জেলা(Sunamganj District), মৌলভীবাজার জেলা (Moulvibazar District) এবং হবিগঞ্জ জেলা(Habigang District)

Beauty of Bangladesh


সিলেট বিভাগের উপজেলাগুলো হল- 

১. সিলেট জেলা- সিলেট জেলার ১৩টি উপজেলা:  সিলেট সদর উপজেলা, বিশ্বনাথ উপজেলা, ওসমানীনগর উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলা, বালাগঞ্জ উপজেলা, ফেঞ্চুগঞ্জ উপজেলা, কোম্পানীগঞ্জ উপজেলা, গোয়াইনঘাট উপজেলা, জৈন্তাপুর উপজেলা, কানাইঘাট উপজেলা, জকিগঞ্জ উপজেলা, বিয়ানীবাজার উপজেলা, গোলাপগঞ্জ উপজেলা

২. সুনামগঞ্জ জেলা- সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলা:ধর্মপাশা উপজেলা,তাহিরপুর উপজেলা,জামালগঞ্জ উপজেলা,দিরাই উপজেলা,শাল্লা উপজেলা,জগন্নাথপুর উপজেলা,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা,সুনামগঞ্জ সদর উপজেলা,বিশ্বম্ভরপুর উপজেলা,ছাতক উপজেলা,দোয়ারাবাজার উপজেলা

৩. মৌলভীবাজার জেলা- মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা নিম্নরূপ:,জুড়ী উপজেলা,বড়লেখা উপজেলা,কুলাউড়া উপজেলা,রাজনগর উপজেলা,মৌলভীবাজার সদর উপজেলা,শ্রীমঙ্গল উপজেলা,কমলগঞ্জ উপজেলা

৪. হবিগঞ্জ জেলা- হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা নিম্নরূপ:,নবীগঞ্জ উপজেলা,বাহুবল উপজেলা,আজমিরিগঞ্জ উপজেলা,বানিয়াচং উপজেলা,হবিগঞ্জ সদর উপজেলা,লাখাই উপজেলা,চুনারুঘাট উপজেলা,শায়েস্তাগঞ্জ উপজেলা,মাধবপুর উপজেলা। 



বরিশাল বিভাগ(Barishal Division): বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে বরিশাল একটি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পূর্ব থেকেই (অর্থাৎ, পাকিস্তান আমল থেকেই) বৃহত্তর বরিশাল (সাবেক বরিশাল জেলা) ও পটুয়াখালী (সাবেক পটুয়াখালী জেলা) ছিল খুলনা বিভাগের অন্তর্গত, পরবর্তীকালে  ১৯৯৩ সালে বৃহত্তর বরিশাল ও পটুয়াখালীর ছয়টি জেলা নিয়ে বাংলাদেশের পঞ্চম বিভাগ বরিশাল গঠিত হয়। এই বিভাগের আয়তন  ১৩৬৪৪.৮৫ বর্গ কিমি। 

বরিশাল বিভাগে মোট ৬ টি জেলা রয়েছে। যথা:- ১.বরগুনা(Barguna District)  ২.বরিশাল(Barisal District) ৩.ভোলা জেলা(Bhola District)৪.ঝালকাঠি জেলা(Jhalokati District)  ৫.পটুয়াখালী জেলা(Patuakhali District) এবং ৬.পিরোজপুর জেলা(Pirojpur District) 

১. বরগুনাঃ বরগুনা জেলার উপজেলা সমূহ মোট ৬টি। যথা: বরগুনা সদর উপজেলা, আমতলী উপজেলা, পাথরঘাটা উপজেলা, বেতাগি উপজেলা, বামনা উপজেলা, তালতলী উপজেলা।

২. বরিশাল : বরিশাল জেলার উপজেলা সমূহ মোট ১০টি। যথা: আগৈলঝারা উপজেলা, বাকেরগঞ্জ উপজেলা, বাবুগঞ্জ উপজেলা, বানারিপাড়া উপজেলা, গৌরনদী উপজেলা, হিজলা উপজেলা, বরিশাল সদর উপজেলা, মেহেন্দিগঞ্জ উপজেলা, মুলাদি উপজেলা, উজিরপুর উপজেলা।

৩. ভোলা: ভোলা জেলার উপজেলা সমূহ মোট ৭টি। যথা: ভোলা সদর উপজেলা, তজমুদ্দিন উপজেলা, দৌলতখান উপজেলা, বোরহানউদ্দিন উপজেলা, মনপুরা উপজেলা, লালমোহন উপজেলা, চরফ্যাশন উপজেলা।

৪. ঝালকাঠিঃ  ঝালকাঠি জেলার উপজেলা সমূহ মোট ৪টি। যথা: কাঁঠালিয়া, ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর।

৫. পটুয়াখালীঃ   পটুয়াখালী জেলার উপজেলা সমূহ মোট ৮টি। যথা: পটুয়াখালী সদর, বাউফল, দশমিনা, গলাচিপা,      কলাপাড়া,মির্জাগঞ্জ, দুমকি, রাঙ্গাবালী।

৬. পিরোজপুরঃ পিরোজপুর জেলার উপজেলা সমূহ মোট ৭টি। যথা: কাউখালী, নাজিরপুর উপজেলা, নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা, পিরোজপুর সদর উপজেলা, ভাণ্ডারিয়া উপজেলা, মঠবাড়িয়া উপজেলা, ইন্দুরকানী উপজেলা।


রাজশাহী বিভাগ(Rajshahi Division):  বাংলাদেশের আটটি বিভাগের আরেকটি বিভাগ হল রাজশাহী। রাজশাহী বিভাগের আয়তন ১৮,১৫৪ বর্গ কিলোমিটার। ৮টি জেলা, ৬৬টি উপজেলা এবং ৫৬৪টি ইউনিয়নের নিয়ে এই বিভাগটি গঠিত গঠিত। 


রাজশাহী  বিভাগের জেলাগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, বগুড়া, পাবনা, রাজশাহী   এবং সিরাজগঞ্জ।

রাজশাহী বিভাগের উপজেলাগুলো হল- 

১. চাঁপাইনবাবগঞ্জ জেলা - চাঁপাই নবাবগঞ্জ জেলার উপজেলা ৫ টি। এগুলো হল- চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট এবং শিবগঞ্জ।

২. জয়পুরহাট জেলা- পাঁচটি উপজেলা নিয়ে জয়পুরহাট জেলা গঠিত। সেগুলো হল- আক্কেলপুর উপজেলা, কালাই উপজেলা, ক্ষেতলাল উপজেলা, পাঁচবিবি উপজেলা, জয়পুরহাট সদর।

৩. নওগাঁ জেলা- নওগাঁ জেলা ১০ টি উপজেলা নিয়ে গঠিত। যথা- মহাদেবপুর উপজেলা, বদলগাছী উপজেলা, পত্নিতলা উপজেলা, ধামইরহাট উপজেলা, নিয়ামতপুর উপজেলা, মান্দা উপজেলা, আত্রাই উপজেলা, রাণীনগর উপজেলা, নওগাঁ সদর, পোরশা উপজেলা এবং সাপাহার।

৪. নাটোর জেলা- নাটোর জেলার উপজেলা ৬ টি। নাটোর সদর, সিংড়া, বড়াইগ্রাম, বাগাতিপাড়া, লালপুর এবং গুরুদাসপুর।

৫. বগুড়া জেলা- বগুড়া জেলার উপজেলার সংখ্যা ১২ টি। সেগুলো হল- কাহালু উপজেলা, বগুড়া সদর, সারিয়াকান্দি, শাজাহানপুর, দুপচাচিঁয়া উপজেলা, আদমদিঘি উপজেলা, নন্দিগ্রাম, সোনাতলা উপজেলা, ধুনট উপজেলা, গাবতলী, শেরপুর উপজেলা ও শিবগঞ্জ।

৬. পাবনা জেলা-  পাবনার জেলার উপজেলা ৯ টি। যথা- সুজানগর, ঈশ্বরদী, ভাঙ্গুড়া, পাবনা সদর, বেড়া, আটঘরিয়া, চাটমোহর, সাঁথিয়া এবং ফরিদপুর।

৭. রাজশাহী জেলা - রাজশাহী জেলায় ৯ টি উপজেলা আছে। যথা- পবা উপজেলা, দুর্গাপুর উপজেলা, মোহনপুর উপজেলা, চারঘাট উপজেলা, পুঠিয়া উপজেলা, বাঘা উপজেলা, গোদাগাড়ী উপজেলা, তানোর উপজেলা এবং বাগমারা উপজেলা। 

৮. সিরাজগঞ্জ জেলা- এই জেলা ৯ টি উপজেলা নিয়ে গঠিত। সেগুলো হল-  বেলকুচি, চৌহালি, কামারখন্দ, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, সিরাজগঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া মোট ৯ টি উপজেলা রয়েছে।



খুলনা বিভাগ(Khulna Division): বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে খুলনা বিভাগ একটি এবং এটি দেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত।  বিভাগটির আয়তন ২২,২৮৫ বর্গ কিলোমিটার। এই বিভাগে মোট ১০ টি জেলা রয়েছে এবং ৫৯ টি উপজেলা রয়েছে। খুলনা বিভাগের  ১০ টি জেলা হল- বাগেরহাট জেলা , চুয়াডাঙ্গা জেলা, যশোর জেলা , ঝিনাইদহ জেলা, খুলনা জেলা, কুষ্টিয়া জেলা, মাগুরা জেলা, মেহেরপুর জেলা, নড়াইল জেলা এবং সাতক্ষীরা জেলা। 

বাগেরহাট জেলা - এই জেলা মোট ৯ টি উপজেলা নিয়ে গঠিত। সেগুলো হল- ফকিরহাট, বাগেরহাট সদর, মোল্লাহাট, শরণখোলা, রামপাল, মোড়েলগঞ্জ, কচুয়া, মংলা ও চিতলমারী।

চুয়াডাঙ্গা জেলা - চুয়াডাঙ্গা জেলার উপজেলা মোট ৮ টি। সেগুলো হচ্ছে-  চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর।

যশোর জেলা - এই জেলার মোট উপজেলা হচ্ছে  ৮টি। উপজেলাগুলো হচ্ছে- মণিরামপুর, অভয়নগর, বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, যশোর সদর ও শার্শা। 

ঝিনাইদহ জেলা - ঝিনাইদহের উপজেলার সংখ্যা ৬ টি। উপজেলাগুলোর নাম হল- ঝিনাইদহ সদর, শৈলকুপা, হরিণাকুন্ডু, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর।

খুলনা জেলা - খুলনা জেলায় মোট ৯টি উপজেলা।সেগুলো হচ্ছে- পাইকগাছা, ফুলতলা উপজেলা, দিঘলিয়া উপজেলা, রূপসা উপজেলা, তেরখাদা উপজেলা, ডুমুরিয়া উপজেলা, বটিয়াঘাটা, দাকোপ উপজেলা ও কয়রা উপজেলা । 

কুষ্টিয়া জেলা - কুষ্টিয়ায় মোট ৬টি উপজেলা। সেগুলো হল-কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, দৌলতপুর, ভেড়ামারা। 

মাগুরা জেলা - এই জেলার মোট ৪ টি উপজেলা রয়েছে।  উপজেলাগুলো হল- শালিখা, শ্রীপুর, মাগুরা সদর ও মহম্মদপুর।  বাংলাদেশের স্বনামধন্য ক্রিকেতার সাকিব আল হাসানের বাড়ি মাগুরা জেলায়। 

মেহেরপুর জেলা - মেহেরপুরে মোট ৩ টি উপজেলা মুজিবনগর, মেহেরপুর সদর ও গাংনী।

নড়াইল জেলা - নড়াইলের উপজেলার সংখ্যা মোট ৩ টি নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া।

সাতক্ষীরা জেলা - সাতক্ষীরা জেলায় মোট ৭ টি উপজেলা। সেগুলো হচ্ছে- আশাশুনি, দেবহাটা, কলারোয়া, সাতক্ষীরা সদর, শ্যামনগর, তালা এবং কালিগঞ্জ।



ময়মনসিংহ বিভাগ(Mymensingh Division): বাংলাদেশের ৮টি বিভাগের আরেকটি বিভাগ হল ময়মনসিংহ বিভাগ। এ বিভাগের আয়তন ১০,৪৮৫ বর্গকিলোমিটার। এটি আগে ঢাকা বিভাগের অন্তর্ভূক্ত ছিল। ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল।২০১৫ সালের ১২ জানুয়ারি ময়মনসিংহকে বিভাগ গঠনের ঘোষণা দেয়া হয়। এই বিভাগে মোট ৪ টি জেলা রয়েছে এবং ৩৫ টি উপজেলা রয়েছে। 

 এই বিভাগে ৪ টি জেলা হচ্ছে-  ময়মনসিংহ, শেরপুর , জামালপুর , নেত্রকোনা ।

ময়মনসিংহ জেলা - ময়মনসিংহ জেলায় মোট ১৩ টি উপজেলা রয়েছে। এগুলো হচ্ছে- ফুলবাড়ীয়া, ত্রিশাল, ভালুকা, মুক্তাগাছা, ময়মনসিংহ সদর, ধোবাউড়া, ফুলপুর, হালুয়াঘাট, গৌরীপুর, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, তারাকান্দা তেরোটি উপজেলা নিয়ে ময়মনসিংহ গঠিত। বাংলাদেশের পাঁট উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।

শেরপুর জেলা - জেলাটি ১৯৮৪সালে প্রতিষ্ঠিত হয়। শেরপুর জেলার উপজেলা ৫ টি , যথা- শেরপুর সদর, নালিতাবাড়ী উপজেলা, শ্রীবরদী উপজেলা, নকলা উপজেলা এবং ঝিনাইগাতী উপজেলা।

জামালপুর জেলা - এই জেলাটির আয়তন ২১১৫ বর্গকিলোমিটার। উপজেলার সংখ্যা ৭টি, যথা- জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ী, মাদারগঞ্জ ও বকশীগঞ্জ।

নেত্রকোনা জেলা - নেত্রকোণা জেলার উপজেলার সংখ্যা ১০ টি। যথা- বারহাট্টা, দুর্গাপুর, কেন্দুয়া, আটপাড়া, মদন, খালিয়াজুরী, কলমাকান্দা, বারহাট্টা, মোহনগঞ্জ ও নেত্রকোণা সদর। বিখ্যাত লেখক হুমায়ূন আহমেদ নেত্রকোণায় জন্মগ্রহন করেছেন।



রংপুর বিভাগ(Rongpur Division) : ২০১০ সালের ২৫ জানুয়ারিতে বিভাগ হিসেবে ঘোষিত হয়। এই বিভাগে মোট ৮ টি জেলা রয়েছে। দিনাজপুর,গাইবান্ধা,কুড়িগ্রাম,লালমনিরহাট ,নীলফামারী,পঞ্চগড়,রংপুর এবং ঠাকুরগাঁও।


দিনাজপুর জেলা- দিনাজপুর জেলায় ১৩ টি উপজেলা রয়েছে। সেগুলো হল- নবাবগঞ্জ, বীরগঞ্জ উপজেলা, ঘোড়াঘাট, বিরামপুর, পার্বতীপুর উপজেলা, বোচাগঞ্জ উপজেলা, কাহারোল উপজেলা, ফুলবাড়ী উপজেলা, দিনাজপুর সদর, হাকিমপুর উপজেলা, খানসামা, বিরল উপজেলা এবং চিরিরবন্দর উপজেলা। জেলাটি পুনর্ভবা নদীর তীরে অবস্থিত।


গাইবান্ধা জেলা- এর আয়তন প্রায় ২১১৪ বর্গকিলোমিটার। গাইবান্ধা জেলা ৭টি উপজেলা নিয়ে গঠিত। গাইবান্ধা জেলার উপজেলাসমুহ সাদুল্লাপুর, গাইবান্ধা সদর, পলাশবাড়ী, সাঘাটা উপজেলা, গোবিন্দগঞ্জ উপজেলা, সুন্দরগঞ্জ, ফুলছড়ি মোট ৭ টি।


কুড়িগ্রাম জেলা- কুড়িগ্রামের ৯ টি উপজেলা রয়েছে। সেগুলো হল- কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, রাজারহাট, উলিপুর, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর।


লালমনিরহাট জেলা- লালমনিরহাট জেলায় ৫টি উপজেলা যথা- লালমনিরহাট সদর, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম এবং আদিতমারী উপজেলা।


নীলফামারী- নীলফামারীর ৬ টি উপজেলার নাম হল সৈয়দপুর উপজেলা, ডোমার উপজেলা, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও নীলফামারী সদর।


পঞ্চগড়- পঞ্চগড়ের উপজেলা ৫ টি হল পঞ্চগড়, দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও তেতুলিয়া (বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা)।


রংপুর- এই জেলার ৮ টি উপজেলা রংপুর সদর, গংগাচড়া, তারাগঞ্জ উপজেলা, বদরগঞ্জ উপজেলা, মিঠাপুকুর উপজেলা, পীরগঞ্জ উপজেলা, কাউনিয়া উপজেলা এবং পীরগাছা উপজেলা।


ঠাকুরগাঁও- এই জেলার ৫ টি উপজেলা হল ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ উপজেলা, রাণীশংকৈল উপজেলা, হরিপুর উপজেলা এবং বালিয়াডাঙ্গী উপজেলা।

No comments

Theme images by Blogger. Powered by Blogger.